১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকারীর মৃত্যু মার্কিন কারাগারে

ওমর আবদেল-রহমানআজীবন কারাদণ্ডে দণ্ডিত ওমর আবদেল-রহমান (৭৮) যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছে।

নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৯৯৩ সালে বোমা হামলার কারণে সাজা ভোগ করছিল ‘অন্ধ শেখ’ নামে পরিচিত এ মিসরীয় জঙ্গিমনা ইসলামপন্থি। তার ছেলে আম্মারের বরাত দিয়ে শনিবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র থেকে এক ব্যক্তি তাদের পরিবারের কাছে ফোন করে। তার মাধ্যমে আম্মার জানতে পারেন তার বাবা মারা গেছেন। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি।

১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ট্রাক বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয় আবদেল-রহমানের বিরুদ্ধে। ওই হামলায় হাজারখানেক আহত হয় এবং নিহতের সংখ্যা ছিল ৬। ওই ঘটনার পর জাতিসংঘ ভবনসহ নিউইয়র্কের অন্য লক্ষ্যবস্তুর ওপর বোমা হামলার ষড়যন্ত্র করা ও মিসরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারককে যুক্তরাষ্ট্র সফরকালে হত্যার পরিকল্পনার দায়ে ১৯৯৫ সালে দোষী সাব্যস্ত হয় আবদেল-রহমান। পরের বছর তাকে কারাগারে পাঠানো হয়।

ইসলামি সংগঠন আল-গামা আল-ইসলামিয়ার ধর্মীয় নেতা ছিল আবদেল-রহমান, যেই সংগঠনকে ১৯৯৭ সালে মিশরের লুক্সরে গণহত্যায় ৬২ জনকে মেরে ফেলার জন্য দায়ি করা হয়। সূত্র- রয়টার্স

/এফএইচএম/