দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর ‘নিয়মিত টহল’ শুরু

nonameবিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল শুরু করেছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। শনিবার দক্ষিণ চীন সাগরে এ রণতরী মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে মোতায়েন অবস্থায় যুক্তরাষ্ট্রের কমান্ডের আওতায় থাকবে।

আঞ্চলিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ও নিয়মিত টহল শুরু হলো। রণতরীটি মোতায়েনের আগেই বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের  পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী মোতায়েনের পরিকল্পনার বিষয়ে তারা শুনেছেন। চীনের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে জানিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিল চীন।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে চীনের। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে। সূত্র: সিএনএন।

/এএ/