অভিবাসীদের পক্ষে ধর্মঘটে অংশ নিয়ে চাকরি হারালেন শতাধিক মার্কিনি

nonameগত সপ্তাহে অভিবাসীদের সমর্থনে ধর্মঘটে অংশ নিয়ে শতাধিক মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ডে উইদআউট ইমিগ্র্যান্টস নামের এই প্রতিবাদে অংশ নিয়ে এসব কর্মীরা কর্মস্থলে যোগ দেননি।

বৃহস্পতিবারের এ ধর্মঘট আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গুরুত্ব তুলে ধরতে। এতে অংশ নেওয়া শতাধিক নির্মাণ শ্রমিক ও রেস্তোরাঁ কর্মী তাদের চাকরি হারিয়েছেন।

এক নিয়োগকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, শ্রমিকদের প্রতিবাদের মূল্য চুকাতে হবে।

ধর্মঘটে অংশ নেওয়াদের চাকরিচ্যুত করলেও ক্ষোভ নেই অনেকের। যেমন, কলারোডোর কমার্স সিটিতে জেভিএস ম্যাসনারিতে কাজ করা জিম সেরেভস্কি জানান, ৩০জনকে চাকরিচ্যুত করাতেও তার মনে কোনও দুঃখ নেই। শ্রমিকদের সতর্ক করা হয়েছিল। এটা করলে কোম্পানির ক্ষতি হবে বলেও জানানো হয়েছে। আপনারা যদি টিমের বিরুদ্ধে যান তাহলে টিমের অংশ হওয়ার যোগ্যতা আর আপনার থাকে না।

অবশ্য, চাকরিচ্যুতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একেক মার্কিন সংবাদমাধ্যমে চাকরিচ্যুতদের সংখ্যা একেকটা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ব্যাপক হারে এ ধর্মঘটে অংশ নেন মার্কিন শ্রমিকরা। শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এছাড়া সোমবার প্রেসিডেন্টস হলি ডে তে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি।

/এএ/