ইয়েমেনে অভিযান জোরদার করছে ট্রাম্প প্রশাসন

635616066-yemenis-check-the-site-of-an-air-raid-that-hit-a.jpg.CROP.promo-xlarge2মধ্যপ্রাচ্যের ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে অভিযান ও হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২০টি বিমান হামলার পর শুক্রবারও একাধিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিযান উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, আল-কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) জঙ্গিদের ভারি অস্ত্রশস্ত্র ও আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরিচালিত এসব হামলার অন্তত একটি বেসামরিক নাগরিকদের বাড়ি-ঘরে আঘাত হেনেছে। এতে অজ্ঞাত সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যুও হয়েছে।

পাইলট বিহীন ও পাইলট দ্বারা পরিচালিত বিমানের মাধ্যমে চালানো হামলার পাশাপাশি ইয়েমেনে অন্তত দুটি অঞ্চলে মার্কিন পদাতিক সেনারা আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করছে। যদিও পেন্টাগন ইয়েমেনে নিজেদের সেনা উপস্থিতি ও যুদ্ধের বিষয়টি নাকচ করে আসছে।

ইয়েমেনে জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর বিশেষায়িত বাহিনী সিল টিমের এক সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নিহত হওয়ার পর মার্চের শুরু থেকে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।একই সঙ্গে খবর বেরিয়েছে যে, ইয়েমেনের মতো বিভিন্ন দেশে আল কায়েদা ও আইএস বিরোধী হামলা জোরদার করতে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার জন্য পেন্টাগনকে আরও সামরিক ক্ষমতা দিতে যাচ্ছেন ট্রাম্প।সূত্র: স্লেট।

/এএ/