ট্রাম্পের সঙ্গে রুশ ব্যাংকের ‘সংযোগ’ তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিষ্ঠানের সঙ্গে রুশ আলফা ব্যাংকের সংযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। বিষয়টি তদন্ত করছে এফবিআই-এর কাউন্টারইন্টেলিজেন্স টিম ও কম্পিউটার বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, ট্রাম্পের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সার্ভারের সঙ্গে আলফা ব্যাংকের গোপন যোগাযোগ থাকতে পারে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ট্রাম্প

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তদন্তটি করছে এফবিআই-এর কাউন্টারইন্টেলিজেন্স। এই টিমটিই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ট্রাম্পের প্রতিষ্ঠানের সঙ্গে রুশ ব্যাংকের সার্ভারের সংযোগ অস্বাভাবিক। তবে এখনও তদন্ত কর্মকর্তারা এই সংযোগ গুরুত্বপূর্ণ কিনা তা নিশ্চিত হতে পারেননি।

আলফা ব্যাংকের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখতে যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। তিনি দাবি করেছেন, ট্রাম্পের প্রতিষ্ঠানের সার্ভারের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।

গত আগস্ট ও সেপ্টেম্বরে গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

গত বছর অক্টোবরে নিউ ইয়র্ক টাইমস ও স্ল্যাট সংবাদমাধ্যম সার্ভারের সংযোগের বিষয়ে প্রথম খবর প্রকাশ করেছিল। সূত্র: ফ্রান্স ২৪

/এএ/