২০০ ডলারের ড্রোন ভূপাতিত করতে ৩ মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

nonameমশা মারতে কামান দাগা কথাটি হয়ত এমন ঘটনার ক্ষেত্রে ব্যবহার সবচেয়ে উপযুক্ত। যুক্তরাষ্ট্রে সাধারণ দোকান থেকে কেনা একটি কোয়াডকপ্টার ড্রোনকে ভূপাতিত করেছে দেশটির অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। ড্রোনটির মূল্য ২০০ ডলার আর বিপরীতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ মিলিয়ন ডলার।

এর আগে বিভিন্ন ব্যক্তি তাদের সম্পত্তিতে অনুপ্রবেশের ফলে গুলি করে ড্রোনকে ভূপাতিত করার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু সাধারণ ড্রোনকে ভূপাতিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ঘটনা এই প্রথম ঘটল। এছাড়া সম্প্রতি ইরাকসহ বেশ কয়েকটি দেশে নিরাপত্তাবাহিনীকে হামলার জন্য ছোট্ট ও বাণিজ্যিক ড্রোন ব্যবহারের ঘটনা ঘটেছে।

মার্কিন সেনাবাহিনীর জেনারেল ডেভিড পার্কিন্স এক সামরিক সেমিনারে ড্রোনকে ভূপাতিত করতে প্যাট্রিয়ট মিসাইল ব্যবহারের কথা জানিয়েছেন। যদিও কবে, কোথায় এই ঘটনা ঘটেছে তা জানাননি মার্কিন এই জেনারেল। অবশ্য মার্কিন সেনাবাহিনী এ ঘটনা ঘটায়নি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশ ড্রোনকে ভূপাতিত করতে এই মিসাইল ব্যবহার করেছে।

সেমিনারে জেনারেল পার্কিন্স বলেন, কোয়াডকপ্টার ড্রোনটি আমাজন থেকে মাত্র ২০০ ডলারে কিনতে পাওয়া যায়। প্যাট্রিয়টের নিশানা থেকে এটার রক্ষা পাওয়ার কোনও সুযোগই ছিল না।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রাডারভিত্তিক অস্ত্র যা শত্রু বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করা হয়। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয় হয়।

মার্কিন জেনারেল মনে করেন, এ ধরনের ঘটনা আর্থিকভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, আমি যদি শত্রু হতাম তাহলে ভাবতাম, ই-বে থেকে যতগুলো ড্রোন পাওয়া যায় তা কিনে আকাশে উড়িয়ে দিতাম। এতে করে সবগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বের করে নিয়ে আসতাম। সূত্র: বিবিসি।

/এএ/