এবার টুইট বিতর্কে ট্রাম্পের ছেলে

ট্রাম্প জুনিয়রের টুইটব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পর লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনা করে টুইটারে পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।  

ট্রাম্প জুনিয়র ২০১৬ সালের সেপ্টেম্বরে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাদিক খানের সাক্ষাৎকারে একটি লিংকও সঙ্গে টুইটের সঙ্গে জুড়িয়ে দেন। ওই সাক্ষাৎকারের শিরোনাম ছিল ‘বড় শহরের বাসিন্দাদের জন্য সন্ত্রাসী হামলা নৈমিত্তিক ঘটনা’। ট্রাম্প ‍জুনিয়র লিখেছেন, ‘আমার সঙ্গে মজা করছেন? লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, সন্ত্রাসী হামলা বড় শহরে জীবনযাপনের অংশ’।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এটা স্পষ্ট নয় যে, ট্রাম্প জুনিয়র পুরো সাক্ষাৎকারটি পড়েছেন কিনা। এছাড়া তিনি জানেন কিনা যে সাক্ষাৎকারটি ছয় মাস আগে দেওয়া এবং তা বুধবারের হামলার প্রতিক্রিয়া নয়।

ট্রাম্প জুনিয়রের এই টুইটের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যজুড়ে সমালোচনা হয়েছে। বেশ কয়েকজন ব্রিটিশ এমপি সাদিক খানের পক্ষে দাঁড়িয়েছেন। ওয়েস স্ট্রিটিং লিখেছেন, ‘নিজের রাজনৈতিক ফায়দার জন্য আমাদের শহরের একটি সন্ত্রাসী হামলাকে কাজে লাগিয়ে লন্ডনের মেয়রকে আক্রমণ করছেন। আপনি একটা কলঙ্ক।’

চ্যানেল ফোর এর প্রতিনিধি কিয়ারান জেনকিনস লিখেছেন, ‘এটা কি কোনও কাজে লাগল ট্রাম্প জুনিয়র? একটি সন্ত্রাসী হামলার ঘটনা চলার সময় লন্ডনের মেয়রের সমালোচনা করার আগে আপনি কি পুরো লেখাটি পড়েছেন?’ এছাড়া অনেকেই বুধবারের হামলায় লন্ডনের মেয়রের প্রতিক্রিয়া তুলে ধরেছেন।

ট্রাম্প জুনিয়রের টুইট সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে নিউ ইয়র্ক টাইমসে এক ইমেইলে ট্রাম্প জুনিয়র জানিয়েছেন, প্রত্যেকটি টুইট সম্পর্কে ব্যাখ্যা দিতে তিনি আগ্রহী নন।

এর আগে গত বছর সিরীয় শরণার্থীদের একটি বিষাক্ত ফলের সঙ্গে তুলনা করে তোপের মুখে পড়েছিলেন ট্রাম্প জুনিয়র। সূত্র: গার্ডিয়ান।

/এএ/