সাড়ে ১২ লাখ ট্রাক প্রত্যাহার করবে ফিয়াট ক্রিসলার

s4.reutersmedia.netআন্তর্জাতিক গাড়ি নির্মাতা কোম্পানি ফিয়াট ক্রিসলার অটোমোবাইল (এফসিএ) জানিয়েছে, বিশ্বের বিভিন্ন বাজার থেকে তাদের নির্মিত সাড়ে ১২ লাখ পিকআপ ট্রাক প্রত্যাহার করা হবে। শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এসব পিকআপ ট্রাকে সফটওয়ারজনিত ত্রুটি থাকার কথা জানিয়েছে কোম্পানিটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিয়াট ক্রিসলারের উৎপাদিত একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে এক ব্যক্তির মৃত্যু ও আরেকজন আহত হন। এ দুর্ঘটনায়  ধরা পড়ে ট্রাকটিতে ব্যবহৃত সফটওয়্যারে ত্রুটি রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, গাড়িগুলোর সফটওয়্যার ত্রুটি মুক্ত করা হবে।  যেসব মডেলের পিকআপ ট্রাক বাজার থেকে প্রত্যাহার করা হবে সেগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৩-২০১৬ সালের মডেল র‍্যাম ১৫০০ ও ২৫০০ পিকআপ, ২০১৪-২০১৬ সালের র‍্যাম ৩৫০০ পিকআপ। যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করা হবে প্রায় ১০ লাখ, কানাডা থেকে ২ লাখ ১৬ হাজার, মেক্সিকো থেকে ২১ হাজার, উত্তর আমেরিকা বহির্ভূত দেশগুলো থেকে ২১ হাজারটি পিকআপ।

জুন মাসের শেষের দিকে এসব পিকআপ প্রত্যাহার করা শুরু হবে বলে জানিয়েছে এফসিএ। সূত্র: রয়টার্স।

/এএ/