ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

_96160105_039634676-1মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফরে ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকির বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হস্তগত করতে দেওয়া উচিত হবে না। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি আরব থেকে সোমবার ইসরায়েল পৌঁছান ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এর আগে রবিবার সৌদি আরবে মুসলিম দেশগুলোর রাষ্ট্র নেতাদের এক সম্মেলনে ভাষণ দেন ট্রাম্প। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপে ফিলিস্তিন ও ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে ট্রাম্প বলেন, সন্ত্রাসী ও মিলিশিয়াদের আর্থিক পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করতে হবে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনতে রাজি হয়। বিপরীতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানায়, চুক্তিটি এখনও বহাল রয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি পূর্ণাঙ্গভাবে যাচাই করা হচ্ছে।

ইসরায়েল ইরানকে হুমকি মনে করে। সূত্র: বিবিসি।

/এএ/