পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশ

_96348890_mediaitem96348019যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মুখোমুখি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা। সোমবার পৃথক প্রতিবাদ সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এ মুখোমুখি অবস্থান নেন। তবে এতে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প ফ্রি স্পিচ র‍্যালি নামের একটি সমাবেশে জড়ো হন কয়েকশ ট্রাম্প সমর্থক। তাদের ঘিরে রাখেন সংখ্যায় অনেক বেশি থাকা প্রতিবাদকারী। ট্রাম্পবিরোধীরা ফ্যাসিস্ট বিরোধী অ্যাকশন পতাকা বহন করে এবং নাৎসী ফিরে যাও স্লোগান দেয়। এক পর্যায়ের পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে। এতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মুখোমুখি অবস্থান প্রায় শান্তিপূর্ণ ছিল। যদিও প্রতিবাদকারী বোতল ও ইট-পাটকেল ছুড়েছে। বিক্ষোভ থেকে ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বেশির ভাগই ট্রাম্পবিরোধী প্রতিবাদে অংশ নিচ্ছিলেন।

কিছুদিন আগে পোর্টল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাতে মৃত্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই মুখোমুখি অবস্থান কর্মসূচি পালিত হলো। ডোনাল্ড ট্রাম্প এক টুইটে, ছুরিকাঘাতের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/