ফ্লোরিডায় শিল্পাঞ্চলে বন্দুকধারীর গুলি, ব্যাপক হতাহতের আশঙ্কা

170605092122-03-orlando-workplace-shooting-0605-exlarge-169যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি শিল্পাঞ্চলে বন্দুকধারীর গুলিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে ফ্লোরিডার অরল্যান্ডোতে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অরেঞ্জ কাউন্টি শেরিফ কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বেশ কয়েকজন হতাহত। ফোরসিথ রোডের একটি শিল্পাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পুলিশ ও এফবিআই সদস্যরা পৌঁছেছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে শেরিফ কার্যালয়।
এর আগে গত বছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। ৯/১১ হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি।

সূত্র: রয়টার্স।

/এএ/