কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা নেই ট্রাম্পের

s4.reutersmedia.netআগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের কোনও পরিকল্পনা নেই। তবে ট্রাম্প যে কোনও সময় পরিকল্পনা বদলে ফেলতে পারেন। সোমবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

জি টোয়েন্টি সম্মেলনের পর ট্রাম্প ইউরোপ সফরে যাবেন। এ সফরে তিনি ফ্রান্সে বাস্তাইল দিবস উদযাপনে অংশ নেবেন। ইউরোপ সফর ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সম্ভাবনার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত সফরে স্কটল্যান্ড যেতে পারেন ট্রাম্প।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র এক মুখপাত্রও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্পের যুক্তরাজ্য সফর সম্পর্কে সরকার অবহিত না বলে জানিয়েছেন।

থেরেসা মে’র মুখপাত্র বলেন, ট্রাম্প যুক্তরাজ্য সফর করতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু সফরের কিছুই এখনও ঠিক হয়নি।

চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র গিয়ে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান থেরেসা মে। কিন্তু কোনও তারিখ ঘোষণা করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় সফরটি স্থগিত করা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/