X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
গবেষণা প্রতিবেদন

মেয়ের তুলনায় ছেলের গণিতের দক্ষতা বেশি বলে মনে করেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৪, ২০:৩২আপডেট : ১৮ মে ২০২৪, ২০:৩২

এক গবেষণায় দেখা গেছে, বাবা-মা মেয়েদের চেয়ে ছেলে সন্তানের গণিতের দক্ষতাকে বেশি বলে মনে করেন। বাড়িতে বৈষম্যের এই ধারণা ক্লাসরুমে মেয়ে শিক্ষার্থীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। শনিবার (১৮ মে) এ সম্পর্কে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।    

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডা. ভ্যালেন্টিনা টোনি, এই সপ্তাহে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে দেওয়া এক বক্তব্যে কয়েকটি গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন। ওই ফলাফলগুলোতে দেখা গেছে,লিঙ্গ নির্বিশেষে বাবা-মায়েরা তাদের সন্তানদের পড়াশোনা ও গণিতের শিক্ষাগত দক্ষতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হন। কিন্তু, গণিতে, বাবা-মায়েরা ছেলেদের দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বেশি মাত্রায় মূল্যায়ন করেন।

ডা. ভ্যালেন্টিনা টোনি জানান, আমরা মাঝে মাঝেই শুনি যে মেয়েরা গণিত পছন্দ করে না, কিন্তু তারা কেন গণিত পছন্দ করে না তা জানার জন্য কী করা হয়েছে?

আমি নিশ্চিত, মেয়েরা গণিতকে অপছন্দ করে-বিষয়টি এমন নয়, বরং বছরের পর বছর ধরে এ ধরনের ধারণার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন তিনি।

এমন একটা প্রচলিত ধারণা রয়েছে যে, মেয়েরা গণিত,পদার্থবিদ্যা এবং প্রকৌশলবিদ্যায় ভালো নয়। এ কারণে যুক্তরাজ্যে এ লেভেলে মাত্র ২৩ শতাংশ মেয়ে শিক্ষার্থী পদার্থবিদ্যা ও ৩৭ শতাংশ গণিত নিয়ে পড়াশোনা করেন। স্নাতক পর্যায়ে এই হার আরও কম। বাবা-মায়ের পক্ষপাত এ ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন গবেষকরা।

টোনি ও তার সহকর্মীরা তিন হাজারের বেশি অস্ট্রেলিয়ান আট/নয় বছর বয়সী শিশু ও তাদের বাবা-মায়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই গবেষণাটি করা হয়েছে।  

গবেষণাটি আরও ইঙ্গিত করেছে যে, বাবা-মায়ের পক্ষপাত একটি শিশুর শিক্ষাগত গতিপথের ওপর প্রভাব ফেলতে পারে। কারণ দুই বছর পর গবেষকরা এই শিশুদের আরেকটি পরীক্ষা নেন। তাতে দেখা যায়, যাদের বাবা-মা তাদের সন্তানের দক্ষতা সম্পর্কে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলেন, সেই সব শিশু আরও ভাল করার প্রবণতা দেখিয়েছে।

ফলাফলে দেখা গেছে, অভিভাবকরা সন্তানদের যত বেশি মূল্যায়ন করবে, সেই সন্তানদের দক্ষতার স্তর তত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন টোনি।

/এস/
সম্পর্কিত
লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর
সুয়েইদায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া
মার্শাল ল’র তদন্ত চলাকালীন আবারও অভিযুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন
সর্বশেষ খবর
এই সরকার নতুন ষড়য‌ন্ত্রের পাতা ফাঁদে পা দি‌য়ে‌ছে: মামুনুল হক
এই সরকার নতুন ষড়য‌ন্ত্রের পাতা ফাঁদে পা দি‌য়ে‌ছে: মামুনুল হক
প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা
প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা
লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর
লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?