জলবায়ু চুক্তিতে ফিরে আসতে পারেন ট্রাম্প

s2.reutersmedia.netমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন বলে রবিবার ফরাসি সংবাদমাধ্যম জেডিডির খবরে বলা হয়েছে।

ম্যাক্রোঁ পত্রিকাটিকে বলেন, আমাকে (ট্রাম্প) বলেছেন যে আগামী মাসগুলোতে সংকট সমাধানের একটি উপায় বের করবেন।

প্যারিসে ট্রাম্প ও ম্যাক্রোঁর বৈঠকের আলোচনা নিয়ে এই কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যাতে করে তিনি প্যারিস চুক্তিতে ফিরে আসেন।

চলতি বছরের শুরুতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। তার দাবি, চুক্তিটি বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী দেশ চীন ও ভারতের জন্য অনেক নমনীয়।

শুক্রবার চুক্তিটিতে পুনরায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে তিনি সব সময় দাবি করে এসেছেন, যুক্তরাষ্ট্রের জন্য আরও ভালো চুক্তির পথ উন্মুক্ত করবেন তিনি।

২০১৫ সালে প্রায় ২০০টি দেশ এই প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে। এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/