আমেরিকানদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

_97026988_mediaitem97026985আমেরিকানদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির দুটি ভ্রমণবিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে। জুলাই মাসেই এ নিষেধাজ্ঞার ঘোষণা আসবে। তবে তা কতদিন  স্থায়ী হবে,  সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
কোরিও ট্যুরস জানিয়েছে, ২৭ জুলাই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। ঘোষণার ৩০ দিন পর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
পিয়ংইয়ংয়ে অবস্থিত সুইডিশ দূতাবাস নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে বলে সংস্থাটি দাবি করেছে। উত্তর কোরিয়ায় মার্কিন কার্যক্রম সুইডিশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়।
ইয়ং পাইওনিয়ার ট্যুরস নামের অপর একটি সংস্থাও একই তথ্য জানার কথা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ৩০ দিনের সময়সীমার পর যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ায় ভ্রমণে যাওয়া যেকোনও নাগরিকের পাসপোর্ট তার দেশের সরকারের মাধ্যমে বাতিল করা হবে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মার্কিন দূতাবাস তাত্ক্ষণিকভাবে এ সম্পর্কে কোনও মন্তব্য করেনি। সূত্র: বিবিসি।
/এএ/