ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব সিনেটে খারিজ

সাত বছর ধরে ওবামাকেয়ার বাতিলের পক্ষে অবস্থান নেওয়া রিপাবলিকানরা আবারও ব্যর্থ হয়েছেন। বুধবার সংশোধন ছাড়াই ওবামাকেয়ার বাতিলের প্রস্তাবে আয়োজিত ভোটাভুটিতে হেরে গেছেন রিপাবলিকান সিনেটররা। ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন ৫৫ জন সিনেটর আর পক্ষে ছিলেন ৪৫ জন।

_97093157_24e4e6a1-55d3-420c-ba9f-8424f8d6870e

ওবামাকেয়ার বাতিলে সিনেটের ভোটাভুটিতে হেরে গিয়ে রিপাবলিকানরা এখন ছোটোখাটো সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বিষয়টি দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে মীমাংসা হবে।

বুধবার ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে সিনেটের রায়ের ফলে আগামী দুই বছর তা বহাল থাকছে। এ সময়ের মধ্যে ওবামাকেয়ার বাতিলের জন্য কাজ করার পর্যাপ্ত সময় পাবে কংগ্রেস।

২৪ ঘণ্টার মধ্যে দুইবার সিনেটে ওবামাকেয়ার বাতিলের ভোটাভুটিতে হেরে গেলেন রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের ৫২-৪৮ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও ভোটাভুটিতে হেরে যাওয়াতে দলটির বিভক্তি সামনে এসেছে। বুধবার সাতজন রিপাবলিকান সিনেটর ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন। এর আগে মঙ্গলবার ওবামাকেয়ার বাতিল ও নতুন স্বাস্থ্যনীতির গ্রহণের প্রস্তাবেও হারতে হয় রিপাবলিকানদের।

সিনেটে রিপাবলিকানদের এ পরাজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপর্যয়কর। নির্বাচনি প্রচারণাতেই ট্রাম্প ওবামাকেয়ার বাতিলের প্রতিশ্রুতি দিয়ে জোর দিয়েছিলেন। ওবামাকেয়ারের বদলে নতুন স্বাস্থ্যনীতি বেটার কেয়ার রিকনসিলিয়েশন অ্যাক্ট (বিআরসিএ) নামে একটি বিল গত কয়েকমাসে তৈরি করে রিপাবলিকানরা। মঙ্গলবার সিনেটের ভোটে ৯জন রিপাবলিকান সিনেটর ভোট দেন।

ওবামাকেয়ার পুরোপুরি বাতিলে ব্যর্থ হওয়া রিপাবলিকানরা এখন এতে ছোটোখাটো পরিবর্তনের জন্য কাজ করবে। এর ফলে স্বাস্থ্যনীতিটির কিছু বিতর্কিত ধারা বাদ দেওয়া হতে পারে। পরিবর্তনের বিলটি পাস হলে সিনেট ও হাউস তা চূড়ান্ত করবে। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/