শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি

_97306665_f6d3513c-285c-4c36-a34d-efc851f8a74fযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শারলটেসভাইল শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বড় ধরনের মিছিলকে কেন্দ্র সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই জরুরি অবস্থা জারি করা হলো।

পুলিশ বিভাগ জানিয়েছে, জরুরি অবস্থা জারি করার ফলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত বাহিনী চাইতে পারবে।

দাস প্রথার বিলোপবিরোধী কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ইউনাইট দ্য রাইট ব্যানারে এই মিছিল আয়োজন করছে। এই মিছিলের বিপক্ষে পাল্টা কর্মসূচি পালনেও শহরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। মিছিলটি শনিবার অনুষ্ঠিত হবে।

এর আগে ভাস্কর্য সরানোর বিরোধিরা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। মশাল হাতে শত শত শ্বেতাঙ্গ এই মিছিলে শ্লোগান দেন ‘ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না’ এবং ‘শ্বেতাঙ্গদের জীবনের মূল্য আছে।’

এই মিছিলের সময় বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শহরের মেয়র শ্বেতাঙ্গ জাতীয়বাদীদের এই মিছিলকে 'বর্ণবাদী' বলে বর্ণনা করে এর নিন্দা করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/