হোয়াইট হাউস ছাড়লেন সেবাস্টিয়ান গোর্কা

lead_960মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী স্টিভ ব্যাননকে বরখাস্তের কয়েকদিনের মাথায় হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়লের মুসলিম বিদ্বেষী বলে পরিচিত সেবাস্টিয়ান গোর্কা। তিনি হোয়াইট হাউসের সন্ত্রাসদমন বিষয়ক উপদেষ্টা ছিলেন। দুই কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকেই হোয়াইট হাউসের পশ্চিম অংশে খবরটি ছড়িয়ে পড়ে। গোর্কার চলে যাওয়াতে গত কয়েক সপ্তাহে উচ্চ পদস্থ কর্মকর্তাদের হোয়াইট হাউস ছাড়ার তালিকা দীর্ঘ হলো।

গোর্কা ছিলেন ট্রাম্পের প্রশংসাকারীদের অন্যতম। সব সময় ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।  তবে টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাওয়ার বাইরে নীতি নির্ধারণে তার ভূমিকা স্টষ্ট নয়।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, গোর্কা জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন না। এক কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গোর্কা।  তবে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গোর্কা পদত্যাগ করেননি কিন্তু তিনি হোয়াইট হাউসের কোনও দায়িত্বেও নেই। সূত্র: সিএনএন।