‘নজিরবিহীন’ বন্যা কবলিত টেক্সাসে মঙ্গলবার যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেক্সাসের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সান্ড্যার্স বিষয়টি নিশ্চিত করেছেন।

170828070212-02-harvey-0828-large-tease

সারাহ স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট মঙ্গলবার টেক্সাস যাচ্ছেন। এ বিষয়ে আমরা কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’

ক্যাম্প ডেভিডে অবকাশ যাপনের সময় ট্রাম্প দুর্যোগ মোকাবেলায় কেবিনেট সদস্যদের সঙ্গে টেলি কনফারেন্সে আলোচনা করেন। এরপর পরই তার টেক্সাস সফরের কথা ঘোষণা করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প উপদ্রুত এলাকায় হাজার হাজার লোকের জীবন রক্ষা করায় উদ্ধারকর্মী এবং একই সঙ্গে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সমন্বয়েরও প্রশংসা করেন ।

টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের পর টানা ও ভারী বৃষ্টিতে টেক্সাসের হাউস্টনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চলমান বন্যার কবলে থাকা ২০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)। সূত্র: রয়টার্স।