ফ্লোরিডায় বিদ্যুৎবিহীন ৮ লাখ মানুষ

ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে ফ্লোরিডার মূল ভূখণ্ডের দিকে ধেয়ে আসা হারিকেন আরমার প্রভাবে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন অন্তত ৮ লাখ মানুষ। রবিবার সকালে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে আঘাত হেনেছে আরমা।

170910133443-hurricane-irma-satellite-091017-0830-large-tease

ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, রবিবার সকালে ৭ লাখ ৫২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। আরেকটি বিদ্যুৎ কোম্পানি কিজ এনার্জি সার্ভিসেস জানিয়েছে, ফ্লোরিডা কিজ দ্বীপে ২৯ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

রবিবার সকালে কয়েক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম আরমা। ক্ষয়ক্ষতি এড়াতে ৬৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা ফ্লোরিডার মোট জনসংখ্যার ৩০ শতাংশ।

আরমার প্রভাবে এরই মধ্যে ফ্লোরিডার দক্ষিণাঞ্চল ও সেন্ট্রাল মায়ামিতে ভারী বর্ষণ হচ্ছে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং বড় ধরণের জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার দিকে এগিয়ে আসার আগে বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে আঘাত হানে ইরমা। এ পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফ্লোরিডার জনগণের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন গভর্নর রিক স্কট। সূত্র: রয়টার্স