সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারছে না জাতিসংঘ: ট্রাম্প

জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সংস্থাটি নিজের সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারছে না। জাতিসংঘের উচিত আমলাতান্ত্রিকতার চেয়ে মানুষের প্রতি মনোযোগবেশি দেওয়া।  নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সোমবার যুক্তরাষ্ট্র আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই মন্তব্য করেন ট্রাম্প।

_97851675_7c5b808d-6d5c-4537-b0c4-7ebff18843fc

ট্রাম্প বলেন, সম্ভাবনা অনুযায়ী জাতিসংঘের কাজ করতে না পারার কারণ হচ্ছে আমলাতন্ত্র ও অব্যবস্থাপনা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ৩০ শতাংশ ব্যয় কোনও দেশেরই বহন করা উচিত নয়। এটি অযৌক্তিক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শান্তিরক্ষী মিশনের ২৮.৫ শতাংশ ব্যয় বহন করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প জাতিসংঘকে ‘পুনমির্লনী ও আড্ডা দেওয়ার ক্লাব’ বলে অভিহিত করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের সংস্কারের জন্য সদস্য দেশগুলোকে দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার ট্রাম্প জাতিসংঘের অধিবেশনে আরও দীর্ঘ বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি।