লাস ভেগাস হামলায় আহতদের রক্ত দিতে দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক ভয়াবহ হামলায় আহতদের জন্য রক্ত দিতে আগ্রহী মানুষেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। রবিবার রাতের ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত ও চার শতাধিক আহত হয়েছেন।

Capture7

কাথলিন সুইনি নামের এক নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, রক্ত দিতে আগ্রহী মানুষের দীর্ঘ সারি দেখে আমার কান্না চলে আসে। রক্ত কেন্দ্রের ভবন পার হয়ে লাইন অনেক দূর চলে গেছে। লাস ভেগাসের মানুষের এমন ইতিবাচক সাড়া অভিভুত হওয়ার মতো।

রক্তদাতাদের দীর্ঘ সারির একটি ছবি শেয়ার করে এই নারী আরও বলেন, আমি রক্তকেন্দ্রটির পাশে থাকি। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ছবিটি তুলি আমি। বিকালে আমি রক্ত দেব।

জর্ডান লাসকো নামের এক রক্তদাতা জানান, রক্ত দেওয়ার জন্য তাকে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিবিসিকে তিনি বলেন, সকালে সাড়ে ছয়টায় ২০-৩০ জন মানুষের লাইন শুরু হয়। এখন তা ২০০ জন ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি মনে এই সাড়া অনেক ভালো। অনেক স্থানীয় মানুষ বেদনাময় পরিস্থিতিতে মানুষকে সহযোগিতায় দিনটি ব্যয় করছেন। অনেক মানুষ খাবার ও পানি নিয়ে আসছেন।

 

এ সম্পর্কিত আরও খবর-