ইরানের পারমাণবিক চুক্তি থেকে সমর্থন প্রত্যাহার করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি অনুসারে পরিচারিত হচ্ছে না। কিন্তু চুক্তির সুবিধা ভোগ করছে।

_98310316_mediaitem98310313

ইরানের পারমাণবিক চুক্তির কট্টর সমালোচক ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ছাড়াও চুক্তিতে স্বাক্ষর করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছিলেন, ইরান পারমাণবিক চুক্তি অনুসরণ করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা মনে করেন না।

শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আগেও আমি অনেকবার বলেছি ইরান চুক্তি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ও একপাক্ষিক চুক্তি।  এই চুক্তির লক্ষ্য কী, শুধু ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বিলম্বিত করা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে তা অগ্রহণযোগ্য।

মার্কিন প্রেসিডেন্ট জানান, যে কোনও সময় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

ইরানের সেনাবাহিনী রেভুলিউশনারি গার্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও ভাষণে জানান ট্রাম্প। সূত্র: আল জাজিরা।