মার্কিন নির্বাচনে রুশ সংযোগে প্রথম অভিযোগ দায়ের

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের এক ফেডারেল গ্র্যান্ড জুরি প্রথম অভিযোগ গ্রহণ করেছেন। শুক্রবার এই অভিযোগ গ্রহণ করা হয়। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প-পুতিন

খবরে বলা হয়েছে, ফেডারেল বিচারকের নির্দেশে অভিযোগটি সিল করা ছিল। ফলে অভিযোগটি কী এবং কার বিরুদ্ধে তা দায়ের করা তা স্পষ্ট নয়। সূত্র মতে, সোমবার অভিযোগটি উন্মুক্ত করা হতে পারে।

রুশ সংযোগের ঘটনায় অভিযোগ দায়েরের খবরটি শুক্রবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংস্থাটি জানায়, সোমবার অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে নিশ্চিত হয়। গোয়েন্দারা জানতে পারেন, ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নির্বাচনে হারানোর জন্য রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরকে সহযোগিতা করেছে। হিলারি ও ডেমোক্র্যাট দলের ইমেইল হ্যাকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা চালিয়ে ট্রাম্পকে সহযোগিতা করে রাশিয়া।

সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলার রুশ সংযোগ তদন্তে বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার অভিযোগ দায়েরের বিষয়ে মন্তব্য করতে মুয়েলারের মুখপাত্র পিটার কার অস্বীকৃতি জানিয়েছেন।