৫ দিনের সফরে মধ্যপ্রাচ্য আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস পাঁচদিনের সফরে মধ্যপ্রাচ্যে আসছেন। এই পাঁচদিন তিনি মিসর, জর্ডান, পাকিস্তান ও কুয়েত সফর করবেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস

পেন্টাগন জানিয়েছে, সফরে প্রতিটি দেশের নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে পুনরায় আশ্বস্ত করবেন জিম ম্যাথিস। মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের কথা তুলে ধরবেন।

রবিবার ম্যাথিস মিসর পৌঁছাবেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও প্রতিরক্ষামন্ত্রী সেদকি সবি’র সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি জর্ডানে উদ্দেশে রওনা দেবেন। সোমবার তিনি জর্ডানের বাদশা আব্দুল্লাহ (দ্বিতীয়) আয়োজন পশ্চিম আফ্রিকায় সহিংস উগ্রপন্থা দমনের লক্ষ্যে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন।

সফর সূচি অনুসারে, ম্যাথিস জর্ডান থেকে পাকিস্তান পৌঁছাবেন এবং মঙ্গলবার পুনরায় মধ্যপ্রাচ্যে কুয়েতের আমির শেখ সাবাহ আহমদ আল সাবাহ ও বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।