ইরানের বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের  সময়মতো সমর্থন দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় এ অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট’র এক প্রতিবেদন থেকে এখবর জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেছেন ‘দুর্নীতিগ্রস্ত সরকারের’ কাছ থেকে দেশ ফিরিয়ে নিতে চায় ইরানি জনগণ। যারা দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে দেশকে ফিরিয়ে নিতে চান তাদের অনেক সম্মান। সময় হলেই আপনারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবেন।’

বিক্ষোভ শুরু হওয়ার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার নিয়ে তারা তেহরানকে সতর্ক করেছে।

ইরান নিয়ে একের পর এক টুইট করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘দমন-পীড়নকারী সরকারকে চিরতরে সহ্য করা যায় না। বিশ্ব দেখছে!’

টুইটে ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের সরকার দেশের বাইরে সন্ত্রাসীদের অর্থের যোগান দিতে গিয়ে জাতীয় সম্পদের যে অপচয় করছে তারই প্রতিবাদে দেশটির জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছে।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরান সরকারের উচিত জনগণের অধিকার ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো। বিশ্ববাসী ইরানের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

প্রায় এক দশক পর গত কয়েকদিন ধরে অস্থির হয়ে উঠেছে ইরান। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদে এই বিক্ষোভ শুরু হয়। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তেহরান এই বিক্ষোভে সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর ইন্ধন খোঁজার চেষ্টা করলেও এই অভিযোগ মানছে না পশ্চিমা দেশগুলো। বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে।