ওয়েনস্টিন কোম্পানির বিরুদ্ধে মামলা

হলিউড মোগল হার্ভে ওয়েনস্টিনের মালিকানাধীন প্রযোজনা কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। যৌন নিপীড়ন থেকে কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ওয়েনস্টিন ছাড়াও কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও তার ভাই রবার্ট ওয়েনস্টিনকে আসামি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_99981461_hi044493880

গত বছর প্রযোজক ওয়েনস্টিনের বিরুদ্ধে এক ডজনের বেশি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এসব অভিযোগের মধ্যে ধর্ষণ থাকলেও নারীদের সম্মতি ছাড়া কোনও যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিশ্বজুড়ে নারীরা আলোচিত #মিটু প্রচারণা শুরু করেন।

নিউ ইয়র্কের প্রসিকিউটরদের আনা অভিযোগে বলা হয়েছে, ওয়েনস্টিন নারী কর্মীদের হেনস্তা করা ছাড়াও হত্যার হুমকি দিয়েছিলেন। তবে ওয়েনস্টিনের আইনজীবীর দাবি, স্বচ্ছ তদন্তই প্রমাণ করে দেবে অভিযোগগুলো ভিত্তিহীন। মামলা দায়েরের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েনস্টিনের কোম্পানি।

রবিবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান বলেছেন, তারা ওয়েনস্টিনের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অনির্দিষ্ট পরিমাণ অভিযোগকারীদের ক্ষতিপূরণ ও জরিমানা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল জানান, কয়েক বছর ধরে ওই স্টুডিওর নারী কর্মীদের ওপর যৌন নিপীড়নের নথিপত্রও রয়েছে। ওই অভিযোগে রবার্ট ওয়েনস্টিন ছাড়াও ঊর্ধ্বতনদের বিরুদ্ধে প্রমাণ থাকার পরেও নারী কর্মীদের রক্ষা করতে কোম্পানিটির ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।