এবার এফবিআই’র উপ-প্রধান বরখাস্ত

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দ্বিতীয় প্রধান কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককাবেকে অবসরে যাওয়ার কয়েকদিন আগে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন তাকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া ম্যাককাবে দাবি করেছেন,  ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত আটকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টার গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী হওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ম্যাককাবে

শুক্রবার এক বিবৃতিতে জেফ সেশন জানান, অভ্যন্তরীণ অনুসন্ধানে দেখা গেছে ম্যাককাবে সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করেছেন। তার কাজের তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়, এফবিআই প্রত্যেক কর্মীর কাছ থেকে উচ্চ মান সম্পন্ন সততা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার প্রত্যাশা করে।

হিলারি ক্নিনটনের ইমেইল হ্যাকিং ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ম্যাককাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখান করেছেন। তার দাবি, ট্রাম্প প্রশাসনের প্রতিশোধ পরায়ণাতর মুখে পড়েছেন তিনি।

এক বিবৃতিতে ম্যাককাবে দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির দাবিকে সমর্থন করেছেন তিনি। কোমরি দাবি ছিল রুশ হস্তক্ষেপের তদন্তকে ধামাচাপা দিতে তাকে চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন ট্রাম্প।

গত বছর কোমিকে বরখাস্ত করার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া সংশ্লিষ্ট বিষয়েই তাকেই বরখাস্ত করা হয়েছে।