‘ট্রাম্পকে অভিযুক্ত করা যাবে না, স্বীকার করেছিলেন মুলার’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করার সুযোগ না থাকার কথা স্বীকার করেছিলেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। ট্রাম্পের আইনজীবীরা দায়িত্বপালনরত প্রেসিডেন্টকে কোনও অপরাধে অভিযুক্ত না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার কথা স্মরণ করিয়ে দিলে মুলার তা মানার বাধ্যবাধকতার কথাও স্বীকার করেছিলেন। বার্তাসংস্থা রয়টার্স সিএনএনের বরাতে জানিয়েছে, প্রেসিডেন্টকে অভিযুক্ত না করার ওই নির্দেশনাটি রিচার্ড নিক্সনের আমল থেকে বলবৎ রয়েছে।রুডি গিউলিয়ানি

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেছেন, ‘তারা শুধু প্রতিবেদন লিখতে পারে কিন্তু তারা অভিযুক্ত করতে পারেন না। আর তারা সেটা আমাদের কাছে স্বীকারও করেছেন।’ এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে রবার্ট মুলারের মুখপাত্র পিটার কার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে সিএনএন জানিয়েছে, নিক্সন আমলের ওই নির্দেশনা যা ক্লিনটনের আমলেও নিশ্চিতভাবে বলবৎ ছিল তা চ্যালেঞ্জ করার সুযোগ নিয়ে মুলারের তদন্তকারী দল আলোচনা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবির মস্কোর কাছ থেকে কোনও সহযোগিতা পেয়েছে কি না তা তদন্ত করছেন মুলার ও তার দলের সদস্যরা। ট্রাম্প নিজে অবশ্য রাশিয়ার সঙ্গে কোনও ধরণের আঁতাতের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তদন্ত শুরু হওয়ার পর এক বছর পূর্ণ হয়ে গেছে। এরমধ্যে মুলারের সম্পর্কে ট্রাম্পের অভিজ্ঞতা খুবই তিক্ত। তিনি মুলাররের তদন্ত কার্যক্রমকে ‘উইচ হান্টের’ সঙ্গে তুলনা দিয়েছেন।

গত এপ্রিল মাসে ট্রাম্পের আইনজীবী কোহেনের অফিসে এফবিআইয়ের হানা দেওয়ার প্রেক্ষিতে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এফবিআইয়ের সমালোচনা করে তিনি বলেছিলেন, এফবিআইয়ের ওই অভিযান ‘অসম্মানজনক পরিস্থিতি’ তৈরি করেছে এবং অভিযানটি ‘দেশের ওপর চালানো হামলা।’ তার ভাষ্য, ‘আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, সুনির্দিষ্টভাবে আমাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। আমি সেটা কমাতে চেয়েছি। লাখ লাখ পৃষ্ঠার নথি আমি বিশেষ তদন্তকারীর হাতে তুলে দিয়েছি।’

মুলারকে বরখাস্ত করবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘দেখা যাক কি হয়।’ ট্রাম্প যেন কোনভাবেই বিশেষ তদন্তকারী রবার্ট মুলারকে বরখাস্ত না করেন সে বিষয়ে তার দলের নেতারাই তাকে সতর্ক করে দিয়েছেন। জুডিশিয়ারি কমিটির প্রধান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘মুলারকে বরখাস্ত করলে ট্রাম্প প্রেসিডেন্ট পদ হারাবেন।’