যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলিবিদ্ধ হয়ে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তেলেঙ্গানা থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া নিহত ২৬ বছরের শিক্ষার্থীর নাম শরত কপ্পু। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতির সময় গুলিতে নিহত হন তিনি। ভারতীয় হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

নিহত ভারতীয় শিক্ষার্থী

স্থানীয় পুলিশের ক্যাপ্টেন লিওনেল কোলন জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাছ ও মুরগির বাজারে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আমরা সাড়া দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শরতের মৃত্যু হয়।

এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ক্যাপ্টেন।

তদন্তে নিয়োজিত আরেক পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির চেষ্টার সময় গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিদ্বেষমূলক অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এই কর্মকর্তা।

শিকাগোতে নিযুক্ত ভারতীয় কনস্যুরেটের পক্ষ থেকে টুইটারে শরতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা শরত। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইউনিভার্সিটি অব মিসৌরিতে তিনি মাস্টার্স অধ্যয়ন করছিলেন। একই সঙ্গে কানসাসে তিনি একটি রেস্তোরাঁয় পার্ট-টাইম চাকরি করছিলেন।