পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যায় শিকাগোতে বিক্ষোভ

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার ৩৭ বছরের হারিথ অগাস্টাস নিহত হন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর শুরু হওয়া বিক্ষোভটি সহিংসতায় রূপ নেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

f46e6404b4724d63ada22806306b6fb4_18

শিকাগো পুলিশের টহল প্রধান ফ্রেড ওয়ালার সাংবাদিকদের বলেন, টহলরত পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের সময় গুলিবিদ্ধ অগাস্টাস হন। টহল পুলিশ তার হাতের কব্জিতে সন্দেহজনক বস্তুকে আগ্নেয়াস্ত্র মনে করে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় সে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন ধারণা করছিল সে অস্ত্র হাতে নিতে যাচ্ছে। তখন তারা গুলি করে। পুলিশ একটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

আল জাজিরা জানিয়েছে, ঘটনার পর পরই ঘটনাস্থলে অনেক মানুষ ও অ্যাক্টিভিস্টরা জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনার বিরাজ করছে।

ওয়ালার জানান, বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য বোতল ছুড়ে মারে এবং পুলিশের একটি গাড়িতে উঠে পড়ে।  চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে নিহত হয়েছেন অন্তত ৫৪৮জন।  এর আগের বছর ২০১৭ সালে ১ হাজার ৯০ জন পুলিশের হাতে নিহতের কথা লিপিবদ্ধ করেছে দ্য গার্ডিয়ান।