যুক্তরাষ্ট্রে শপিং সেন্টারের পার্কিংয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা আনা নামে একটি শপিং সেন্টারের গাড়ি পার্কিং এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

plane-crash-santa-ana-ella-pham-1533501469

অরেঞ্জ কান্ট্রি অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ব্রিস্টল স্ট্রিটের ৩৯০০ নম্বর ব্লকে যায় তাদের কর্মীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানের ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ে রয়েছে।

অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বেলা ১২টা ২০ নাগাদ বিমানটি শপিং সেন্টারের পার্কিং এলাকায় ধসে পড়ে। বিমানে থাকা ৫ জনই এতে নিহত হন। তবে মাটিতে থাকা কেউ এতে আহত হননি।

ফেডারেশন অ্যাভিয়েশন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সেসনা-৪১৪ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি পরিস্থিতি ঘোষণা করলে তাদের অরেঞ্জ কান্ট্রির জন ওয়েইন বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়। তাদের বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়।