চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ, হুঁশিয়ারি চীনের

চীনা পণ্যে দ্বিতীয় দফায় শুল্কারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের এটা দ্বিতীয় শুল্কারোপ। এর মধ্য দিয়ে উভয় দেশের চলমান বাণিজ্যযুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে। চীন এই শুল্কারোপের পাল্টা-পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

_103134973_gettyimages-981099812

যুক্তরাষ্ট্র চীনা পণ্যে দ্বিতীয় দফায় শুল্কারোপ করেছে। এবার চীন থেকে আমদানি করা পণ্যে ১৬ বিলিয়ন ডলার মূল্যের শুল্কারোপ করা হয়েছে। বেইজিংয়ের স্থানীয় সময় আজ দুপুর থেকে নতুন এই ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আওতায় থাকবে মোটরসাইকেল ও অ্যান্টেনা। আশঙ্কা করা হচ্ছে, শুল্ক বৃদ্ধির কারণে বিভিন্ন কোম্পানি ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

নতুন শুল্কারোপ কার্যকরের আগে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আবারও তারা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় অভিযোগ করবেন।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যে ১৬ বিলিয়ন ডলারের শুল্কারোপ করেছে। এতে কয়লা, চিকিৎসা সরঞ্জাম, প্রাইভেট কার ও বাস আওতাভুক্ত।

সব মিলিয়ে একে অপরের বিরুদ্ধে এ পর্যন্ত ৫০ বিলিয়ন ডলার মূল্যের শুল্কারোপ করেছে। এই নতুন শুল্কারোপ এমন সময় কার্যকর হচ্ছে যখন ওয়াশিংটনে উভয় দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে জুলাইয়ে শুরু হওয়া এই বাণিজ্যযুদ্ধে এই আলোচনার খুব বেশি প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।