খাশোগির হত্যার সৌদি ব্যাখ্যা সারা বিশ্ব দেখছে: সৌদি যুবরাজকে কুশনার

সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বচ্ছ থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার। তিনি বলেছেন, খাশোগির অন্তর্ধান নিয়ে সৌদি আরবের বক্তব্য বিশ্ব দেখছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

180318103805-mohammed-bin-salman-jared-kushner-split-exlarge-169

সৌদি যুবরাজের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে কুশনারের। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, কুশনার যুবরাজকে বলেছেন গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে।

সোমবার কুশনার জানান তিনি যুবরাজকে বলেছেন, স্বচ্ছ হন, একেবারে স্বচ্ছ। সারা বিশ্ব দেখছে। এই অভিযোগ খুব, খুব ভয়ানক ও পরিস্থিতি গুরুতর।

এই মন্তব্যে যুবরাজ কী প্রতিক্রিয়া দেখিয়েছেন জানতে চাইলে কুশনার বলেন, আমরা তা দেখার অপেক্ষায় আছি।

কুশনার জানান, যুক্তরাষ্ট্র এই ঘটনায় এখনও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং সবকিছু বিবেচনা করছে। তবে কিভাবে তিনি যুবরাজের সঙ্গে যোগাযোগ করেছেন তা জানাননি।

২ অক্টোবর খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকে এতে ভূমিকার কথা বারবার অস্বীকার করে আসলেও শনিবার সৌদি আরব স্বীকার করে কনস্যুলেটের ভেতরেই তিনি নিহত হয়েছেন।