সৌদি অস্ত্র চুক্তিতে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে ট্রাম্পের ‘মিথ্যাচার’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করে আসছেন। তবে তিনি যদি নতুন প্রতিরক্ষা চাকরির কথা বলে থাকেন তাহলে তার এই দাবি ভুল বলে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিনের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে রয়টার্স বলছে, ওই চুক্তির কারণে মাত্র এক হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে। নথিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে, নতুন সৃষ্টি হওয়া এসব চাকরির মাধ্যমে ওই চুক্তির মাত্র ২ হাজার আটশো কোটি মার্কিন ডলারের সরঞ্জাম সরবরাহ করা যাবে।

lead_720_405

এর আগে লকহেড মার্টিন আশা করেছিল যদি পুরো প্যাকেজ এক সঙ্গে আসে তাহলে এই চুক্তির কারণে সৌদি আরবে দশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদ্যমান ১৮ হাজার মার্কিন কর্মীকে কাজে বহাল রাখা যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমনটা সম্ভব হচ্ছে না।

আরেক শীর্ষ মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইথিয়নের পরিকল্পনার সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলেছেন, সৌদি আদেশ বাস্তবায়ন করা হলে তাতে দশ হাজার মার্কিন চাকরি বহাল থাকবে। তবে নতুন চাকরির সংখ্যা তার তুলনায় অনেক কম হবে।

সৌদি আরবের পুরো প্যাকেজ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে লকহেড মার্টিন কর্পোরেশন। রাইথিয়নের আর্থিক কর্মকর্তা টবি ও’ব্রাইয়েন গত সপ্তাহে বলেছেন, সামগ্রিকভাবে নিয়োগের সংখ্যা বাড়ছে। তবে নির্দিষ্ট কোনও কর্মসূচির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ সৃষ্টিতে নিজের সক্ষমতার বিষয়ে জোর প্রচারণা চালিয়েছেন তিনি। বিশেষ করে উচ্চ পারিশ্রমিকের উৎপাদনমুখী চাকরি। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টিতেও বরাবর সতর্ক থেকেছেন তিনি। চাননি তার মন্তব্যের কারণে হুমকিতে পড়ুক সৌদি অস্ত্র চুক্তি। প্রকাশ্যে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরও অনেক উপায় আছে, অস্ত্র বিক্রি বন্ধ করা নয়।

সৌদি আরবের ক্রয় তালিকায় থাকা প্রতিটি অস্ত্রই নির্মাণ করে পাঁচটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি নির্মাতা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরতদের মোট সংখ্যা তিন লাখ ৮৩ হাজার।

হাতে পাওয়া নথি এবং প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের পুরো ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র তৈরিতে সম্পৃক্ত হবে মাত্র ২০ থেকে ৪০ হাজার মার্কিন প্রতিরক্ষাকর্মী। বিদ্যমান কর্মীরা অভিজ্ঞ ও দক্ষ। তাদের পুনঃনিয়োগ দিলে নতুন নিয়োগ দেওয়াদের চেয়ে বেশি সুবিধাজনক হবে। কারণ এতে তাদের প্রশিক্ষণ খরচ অনেক কমে যাবে।