চীনা ও তাইওয়ানি কোম্পানির বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় চীন ও তাইওয়ানের দুটি কোম্পানি এবং তিন ব্যক্তির বিরুদ্ধে বাণিজ্যের গোপন তথ্য চুরি করার অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন কোম্পানি মাইক্রোনের গবেষণা ও উন্নয়ন পরিকল্পনা চুরি করা হয়েছে মেমোরি ডিভাইসের সাহায্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

3d8229788c1645d59366d0c91348588e_18

যে দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো তাইওয়ানভিত্তিক ইউনাইটেড মাইক্রোইলেক্ট্রনিক্স কর্পোরেশন এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফুজিয়ান জিনহুয়া ইন্টিগ্রেটেড সার্কিট কোম্পানি লিমিটেড। এছাড়া আরও তিন ব্যক্তির বিরুদ্ধে মার্কিন কোম্পানিতে গোয়েন্দাবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের গোয়েন্দাবৃত্তি দ্রতগতিতে বেড়ে চলেছে এবং এই জালিয়াতি থামানো উচিত। তিনি জানান, এই লক্ষ্যে মার্কিন সরকার একটি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে।

ফৌজদারী মামলার পাশাপাশি মার্কিন আইন মন্ত্রণালয় সিভিল মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দুটি কোম্পানির বিরুদ্ধে। যাতে করে করে গোপনীয়তা চুরির মাধ্যমে উৎপাদিত কোনও পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি না করতে পারে।