লাস ভেগাসে বন্দুক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ক্যালিফোর্নিয়ায় নিহত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত বছর ভয়াবহ বন্দুক হামলায় বেঁচে এক ব্যক্তি বুধবার ক্যালিফোর্নিয়ার হামলায় নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_104241866_hi050487061

২৭ বছরের টেলেমাচুস ওরফানোস বুধবার লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় থাউস্যান্ডস ওক এলাকার বর্ডারলাইন রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহতদের একজন। তিনিসহ আরও ১১ জন এই হামলায় নিহত হন। গত বছর লাস ভেগাসে বন্দুক হামলায় ৫৮ নিহতের ঘটনায় তিনি বেঁচে গিয়েছিলেন।

লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় বেঁচে যাওয়া অনেক ব্যক্তিই বুধবার থাউস্যান্ডস ওকে উপস্থিত ছিলেন।

ওরফানোসের মা বলেন, লাস ভেগাসে আমার ছেলে অনেক বন্ধুকে নিয়ে ছিল। কিন্তু ওই দিন সে ফিরে আসে। কিন্তু গত রাতে সে ফিরে আসেনি।

শোকাহত এই মা বলেন, আমি প্রার্থনা চাই না, আমি সহানুভূতি চাই না, আমি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ চাই।

ওরফানোসের বাবা বলেন, আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা বেঁচে গেলেও আমার ছেলেকে নিজের শহরেই মরতে হলো।

বুধবার বন্দুক হামলাকারীকে ২৮ বছরের ডেভিড লং হিসেবে শনাক্ত করেছে পুলিশ। সে নৌবাহিনীর এক সাবেক সদস্য। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেভিড আফগানিস্তানে কর্মরত ছিলেন।