ম্যারিয়টের রিজার্ভেশন সিস্টেম হ্যাক: ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি

বিশ্বের সবচেয়ে বড় হোটেল মালিক প্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল শুক্রবার (৩০ নভেম্বর) জানিয়েছে, তাদের মালিকানাধীন হোটেলগুলো থেকে যারা সেবা গ্রহণ করেছেন তাদের ৫০ কোটি জনের তথ্য চুরি করেছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে পাসপোর্টের তথ্য থেকে শুরু করে ক্রেডিট কার্ডের তথ্যও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাজার খোলার আগে শেয়ার প্রবণতার যে তথ্য পাওয়া গেছে তাতেই ম্যারিয়ট ইন্টারন্যাশনালের শেয়ারের দাম ৪ শতাংশ পড়ে যেতে দেখা গেছে।2018-11-30T122927Z_986308742_RC1B5D4D3F80_RTRMADP_3_MARRIOTT-INTNL-CYBER

ম্যারিয়ট জানিয়েছে, চার বছর আগে থেকে হ্যাকিং শুরু হয়েছে।  যে ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি হয়েছে তাদের মধ্যে ৩২ কোটি ৭০ লাখের ক্ষেত্রে পাসপোর্ট, ফোন নম্বর এবং ইমেইল এড্রেস চুরি হয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ক্রেডিট কার্ডের তথ্যও চুরি হয়ে থাকতে পারে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব হ্যাকিংপ্রতিরোধী সফটওয়্যার প্রথম বার্তা পাঠায় তথ্য চুরির বিষয়ে। তখন অনুসন্ধান করে দেখা যায় হ্যাকিংয়ের ঘটনা ঘটছে ২০১৪ সাল থেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন বলা হচ্ছে, যেসব গ্রাহকের তথ্য চুরি হয়েছে তাদেরকে হ্যাকিংয়ের বিষয়ে জানানো হবে। কিন্তু নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলে দপ্তরের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যামি স্পিটালনিক বলেছেন, হ্যাকিংয়ের শিকার হওয়ার পর আইন অনুযায়ী ম্যারিয়ট সংশ্লিষ্ট তথ্য অ্যাটর্নি জেনারেলের অফিসকে জানায়নি।

রয়টার্স লিখেছে, হ্যাকিংয়ের কারণে গ্রাহকদের এমন ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় প্রতিষ্ঠানটিকে শত শত কোটি ডলার ক্ষতিপূরণের দাবির মুখে পড়তে হতে পারে। ম্যারিয়ট মনে করে, কী পরিমাণ আর্থিক ক্ষতির মুখে হবে প্রতিষ্ঠানটির তা নিশ্চিত করে বলাটা এখনই সম্ভব নয়। হ্যাকিংয়ের শিকার হওয়ার তথ্য প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রি-মার্কেট ট্রেন্ডিংয়ে চার শতাংশ কমে গেছে ।