যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে জুলাই মাসের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স এক গবেষণা প্রতিবেদনে জানায়, ১৬ থেকে ৩০ জুলাই সময়ের মধ্যে এই শিশুরা আক্রান্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এখবর জানিয়েছে।

9

করোনা মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৩ লাখ ৩৮ হাজারে বেশি শিশু রয়েছে জানিয়েছে সংস্থাটি।

বিভিন্ন জেলায় যখন শিশুরা স্কুলে ফিরতে শুরু করেছে তখন আশঙ্কাজনক তথ্য প্রকাশ হলো।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ড. টিনা হার্টার্ট আশা করছেন, পরীক্ষা সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সংক্রমণ বিস্তারে শিশুদের ভূমিকার কথা জানা যাবে।

জুলাই মাসে ২৫ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দুই সপ্তাহে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ১৪ বছর পর্যন্ত শিশুদের কথা বলা হয়েছে। তবে আলাবামাতে এই বয়স ২৪ পর্যন্ত ছিল।