সোমবার ক্যালিফোর্নিয়া যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়া যাচ্ছেন। রবিবার টুইটারে হোয়াইট হাউসের এক মুখপাত্র জুড ডিরি এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

গত তিন সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, কেবল ওরিগনেই কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। রাজ্যটির এক কর্মকর্তা বলেছেন, সেখানে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় গত মাসে শুরু হওয়া দাবানল এরইমধ্যে  ৩২ লাখ একর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে প্রায় ৪ হাজার অবকাঠামো। শনিবার পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২২ জনের। 

সোমবার ক্যালিফোর্নিয়ায় জরুরি সেবার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।