প্রথমবারের মতো শ্রমিক ইউনিয়ন গড়লেন গুগলের কর্মীরা

টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট এর দুইশ’রও বেশি কর্মী শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। মার্কিন কোনও বিশালাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে এই ধরনের পদক্ষেপ বিরল। কর্মীরা বলছেন বৈষম্যমূলক কাজের পরিবেশ এবং অনলাইনে ঘৃণাবাদী বক্তব্যের মতো ইস্যুতে আরও জোরালোভাবে কথা বলার সুযোগ দেবে এই ইউনিয়ন। আর গুগল বলছে, সব কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত থাকা অব্যাহত রাখবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে কর্মবিরতিসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্মীরা। কয়েক সপ্তাহ আগে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা বিষয়ক এক কৃষ্ণাঙ্গ গবেষককে ছাঁটাই করে। তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর কিছু দিনের মধ্যে অ্যালফাবেট ওয়ার্কাস ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার নিকি আনসেলমো এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক বছরে গুগল কর্মীদের সাহসী আয়োজনের ধারাবাহিকতায় ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে। কর্মীদের সম্মান নিশ্চিত করার মতো টেকসই কাঠামো তৈরি করতে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

গুগলের পিউপিল অপারেশনস এর পরিচালক কারা সিলভারস্টেইন বলেন, ‘কর্মীদের জন্য পুরস্কারমূলক এবং সহায়তামূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময়ই কঠোর পরিশ্রম করেছি।’ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন গঠনকে স্বাগত জানালেও তিনি বলেন, গুগল বরাবরের মতো কর্মীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবে।