করোনায় মারা গেলেন কিংবদন্তি মার্কিন টক শো উপস্থাপক

করোনাভাইরাসের কাছে হার মানলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র কিংবদন্তি হয়ে ওঠা টক শো উপস্থাপক ল্যারি কিং। ৮৭ বছর বয়সে শনিবার সকালে লস অ্যাঞ্জেলস-এর সেডার্স মেডিক্যাল সেন্টারে মৃত্যুবরণ করেন তিনি।

২৫ বছরেরও বেশি সময় ধরে ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ল্যারি। প্রেসিডেন্ট প্রার্থী, সেলিব্রেটি, অ্যাথলেট, মুভি তারকা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। ছয় হাজারের বেশি পর্ব ধারণ করে ২০১০ সালে অবসর নেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই বছরের জানুয়ারির শুরুতে ল্যারি কিং হাসপাতালে ভর্তি হন। এর আগে বিভিন্ন সময়ে নানা ধরনের স্বাস্থ্য সংকট মোকাবিলা করেছেন তিনি। বেশ কয়েকবার হার্ট অ্যাটাকের পাশাপাশি ১৯৮৭ সালে তার একবার বাইপাস সার্জারি জয়। ২০১৭ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পরও সফল অপারেশন হয় তার।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন ল্যারি কিং। সহজ-সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা ছিলো তার। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে ৫০ হাজারের বেশি ইন্টারভিউ নিয়েছেন তিনি। প্রায় ২০ বছর ধরে মার্কিন সংবাদপত্রে কলামও লিখেছেন তিনি।