মায়ের হোম অফিস নকল করে ভিডিও বানিয়ে তারকা খ্যাতি ছোট্ট শিশুর

মায়ের হোম অফিসের কর্মকাণ্ড নকল করে ভিডিও বানিয়ে ইন্টারনেট তারকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলবেমারলে কাউন্টির এক আট বছরের এক কন্যা শিশু। আডেল্লে চুলিসের সেই ভিডিওটি অনলাইনে লাখ লাখ বার দেখা হয়েছে। এসেছে বিপুল পরিমাণ প্রতিক্রিয়া আর মন্তব্য।

শিশু আডেল্লে বলছে, ‘মনে হয়েছিলো এটা সত্যিই ভালো হবে আর বহু মানুষ এর সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে পাবে। যে রাতে আমি ভিডিওটি পোস্ট করি সেদিন মায়ের বিছানায় থাকা আমরা সবাই কেঁপে উঠেছিলাম।’

শিশুটির মা কোল্লেন চুলিস জানান ভিডিওটি কেবল একটি মাত্র অনলাইন প্লাটফর্মেই চার লাখ মন্তব্য পেয়েছে। পরে এটি দেখা হয়েছে এক কোটি ২০ লাখের বেশিবার। ভিডিওটি এতো বেশিবার দেখার কারণ হিসেবে তিনি মনে করেন এর কেন্দ্রে ছিলো তার মেয়ের ভঙ্গি।

কোল্লেন চুলিস বলেন, ‘আমাকে সাধারণত জুম ক্যামেরায় থাকতে হয় বলে প্রচুর নড়াচড়া এবং দরজার দিকে তাকাতে হয়।’ ভিডিওতে তার মেয়েও তাকে নকল করেছে বলে জানান তিনি। ভিডিওটি দেখে প্রচুর মানুষের হাসি পাওয়ায় তিনিও আনন্দ পেয়েছেন বলে জানান তিনি।

কোল্লেন চুলিস বলেন, মানুষকে হাসাতে আডেল্লে উপহার দিয়েছে। তার ব্যক্তিত্বও অসাধারণ বলেও উল্লেখ করেন তিনি।