ঘাস আর শ্যাওলা খেয়ে ছয় মাস

ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এক জঙ্গলে হারিয়ে যান এক নারী। অবশ্য হারিয়ে যাওয়ার পর ৪৭ বছর বয়সী ওই নারী কী মনে করে আর ফিরে যাওয়ার চেষ্টা করলেন না সভ্য জগতে। নিজের স্বজনদের খোঁজাও বাদ দিলেন। জঙ্গলের ভেতরেই তাঁবু খাটিয়ে থাকতে শুরু করলেন দিব্যি। সমস্যা হলো আশপাশে পাওয়া যাচ্ছিল না কোনও খাবার। পানির জন্য আছে কেবল পাশ দিয়ে বয়ে চলা একটি নদী। অগত্যা বেছে বেছে ঘাস আর কিছু শ্যাওলা দিয়েই পেট ভরিয়ে এসেছেন এতোদিন।

নিজে কাউকে না খুঁজলেও তাকে খুঁজে খুঁজে হয়রান সকলে। উপত্যকার এক স্থানে তার ফেলে যাওয়া গাড়ি ও ক্যাম্পিংয়ের কিছু উপকরণ খুঁজে পায় কাউন্টি পুলিশ। তখন পুলিশ ধারণা করে, হয় তিনি মারা গেছেন, নয়তো অন্য রাজ্যে চলে গেছেন।

সম্প্রতি একদল ক্যাম্পার খুঁজে পায় তাকে। ততোদিন শুকিয়ে হাড্ডিসার হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী। তবে ঘাস ও শ্যাওলার ডায়েটে বিশেষ কোনও শারীরিক ক্ষতি হয়নি তার।

কেন চলে গিয়েছিলেন জঙ্গলে? কারণ পরিষ্কার না হলেও ইউটাহ কাউন্টির শেরিফ জানালেন, সম্ভবত এ যুগের সমাজ-সংস্কৃতির ওপর মহাবিরক্ত ছিলেন ওই নারী। এমন না যে তিনি বড় কোনও অপরাধ করে পালিয়ে ছিলেন। তার নামে কোনও অপরাধের রেকর্ডও নেই।

আপাতত ওই নারীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও পুলিশ জানালো, তিনি সম্ভবত আবারও বেরিয়ে যেতে পারেন। কারও কিছু করার থাকবে না তাতে।

 

সূত্র: স্পুকি