'ইসরায়েল নিয়ে টুঁ শব্দটি করলে গাড়িচাপা দেব কিন্তু'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার তার নতুন ফোর্ডের ইলেক্ট্রিক এফ-১৫০ পিকআপ ট্রাকে চালিয়ে পরীক্ষা করেছেন। এসময় তিনি কৌতুক করে বলেছেন, ইসরায়েল নিয়ে প্রশ্ন করতে তাকে গাড়িচাপা দিবেন তিনি।

এক রিপোর্টার জো বাইডেনকে বলেন, মি. প্রেসিডেন্ট, আমি গাড়ি চালিয়ে যাওয়ার আগে আপনাকে দ্রুত একটি প্রশ্ন করতে পারি, কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ।

তখন বাইডেন বলেন, না, আপনি তা পারেন না। যদি না আপনি গাড়ির সামনে আসেন এবং আমি গাড়ি চালিয়ে যাই। আমি শুধু ক্ষ্যাপাচ্ছি।

এসময় হাসির শব্দ শোনা যায়। পরে তিনি গাড়ি চালিয়ে চলে যান। পরে দেখা যায় উপস্থিত সাংবাদিকরা সবাই হাসছেন।

ফিলিস্তিন-ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদের সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েল গাজায় বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলছে। গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য হামাসও রকেট ছোড়ছে। মার্কিন বার্তা সংস্থার এপি'র তথ্য অনুসারে, এখন পর্যন্ত ফিলিস্তিনে ২১৩ ও ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন।

বাইডেনের ইসরায়েলনীতির সমালোচকরা মার্কিন প্রেসিডেন্টকে ফিলিস্তিনিদের জন্য আরও বেশি উদ্বেগ প্রকাশের আহ্বান জানিয়েছেন।