টিকটক-উইচ্যাটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন, চীনের সন্তোষ

চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করেন তিনি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সন্তোষ জানিয়েছে চীন।

প্রেসিডেন্ট থাকাকালীন নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে টিকটক এবং উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চীনের সঙ্গে সম্পর্কে তলানিতে পৌঁছালেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। তবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগকে ভিত্তিহীন বলে আসছে উইচ্যাট এবং টিকটক। যদিও আইনি প্রতিবন্ধকতা থাকায় ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।

ধারণা করা হচ্ছিলো বেইজিং-এর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পারে বাইডেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়র্টাসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর এলো। টিকটক-উইচ্যাটে যে নিরাপত্তার ঘাটতির কথা উল্লেখ করেছিলেন ট্রাম্প তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাইডেন।

ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মি. গাও ফেঙ্গ জানান, যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে। টিকটক কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রায় ৮ কোটি নাগরিক প্রতি মাসে এই অ্যাপটি ব্যবহার করে থাকে।