পুতিনকে বিশেষ উপহার দিলেন বাইডেন

জেনেভা সম্মেলনে গম্ভীর স্বভাবের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কাস্টম এভিয়েট’ সানগ্লাস উপহার দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবাক হচ্ছেন? না, সত্যিই নিজের প্রিয় ব্র্যান্ডের সানগ্লাস উপহার দেন তিনি। শুধু তাই নয়, পুতিনের জন্য আমেরিকার বাইসনের একটি স্ফটিক ভাস্কর্যও উপহার আনেন। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভার ১৮ শতকের গ্র্যান্ড ভিলায় বৈঠক শুরু করেন দুই নেতা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সাইবার হ্যাকিং এবং নির্বাচনে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের। প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর পৃথক সংবাদ সম্মেলন করেন দুই নেতা। সম্মেলনে নানা দিক তুলেন ধরেন দু’দেশের রাষ্ট্র প্রধান। তবে তাদের মধ্যে মতবিরোধ থেকেই গেছে।

পূর্ব নির্ধারিত সম্মেলনে পুতিনের জন্য বাইডেন ‘কাস্টম এভিয়েটর’ সানগ্লাস উপহার দেন। এটি বিমানচালকদের একটি বিশেষ সানগ্লাস। মার্কিন প্রেসিডেন্টের প্রিয় স্টাইলের মধ্যে এই সানগ্লাসটি রয়েছে। শুধু তাই নয়, পুতিনকে বাইসনের (বন্য ষাঁড়) একটি স্ফটিকের ভাস্কর্য উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানিয়েছে, এই শিল্পকলাটি শক্তি, ঐক্য এবং সহনশীলতার প্রতীকী বহন করে। কূটনীতিক এবং রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে বিদেশি বিশিষ্টজনদের এই উপহার দিয়ে আসছেন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে কোন উপহার দিয়েছেন কিনা তা জানা যায়নি।

২০১৮ সালে রাশিয়ান নেতা ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে একটি সভা শেষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন।