প্রিয় 'চ্যাম্প'কে হারিয়ে শোকাচ্ছন্ন বাইডেন

প্রিয় চ্যাম্প-কে হারিয়ে শোকাচ্ছন্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান শেফার্ড জাতের কুকুরটির মৃত্যুর খবর জানান।

কুকুরের প্রতি বাইডেন দম্পতির বিশেষ দুর্বলতা অনেক আগে থেকেই। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুইটি কুকুর নিয়ে হোয়াইট হাউসে উঠেন। শেফার্ড জাতের একটির কুকুরের নাম 'মেজর' অন্যটি ছিলো চ্যাম্প। সেই চ্যাম্পের মৃত্যুর খবর নিজেই জানান বাইডেন।

চ্যাম্পের মৃত্যুতে বাইডেনের পোস্ট

বাইডেন বলেন, ‘আমাদের পরিবারের প্রিয় সহচর চ্যাম্পকে হারিয়েছে। আমরা তাকে ভীষণ মিস করবো’।

জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন তখন থেকেই এই কুকুরটি সঙ্গে ছিল। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে চলে গেছে আদরের চ্যাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘গত ১৩ বছর ধরে বাইডেন পরিবারের অত্যন্ত প্রিয় সঙ্গী ছিল চ্যাম্প। গত মাস থেকেই দুর্বল হয়ে পড়ে। তারপরও আমাদের কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কাছে চলে আসতো। আমাদের লক্ষ্মী ছেলেটাকে খুব মনে পড়বে’।