টাইমস স্কয়ারে ইয়োগায় ৩ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস স্কয়ারে ইয়োগায় অংশ নিয়েছেন তিন হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে সামাজিক দূরত্ববিধি মেনেই ইয়োগার আসনে বসেন তারা। রবিবার টাইমস স্কয়ারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই দিবস পালনের উদ্যোগ নিউ ইয়র্কে অবস্থিতি ভারতের কনস্যুলেট জেনারেল।

প্রতি বছরই টাইমস স্কয়ারে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত হয়। করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ শিথিল করে যখন শহরটি উন্মুক্ত হচ্ছে তখন এই আয়োজন করা হলো। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ইয়োগা, মেডিটেশন ও শরীর চর্চা।

টাইমস স্কয়ারের মাঝামাঝিতে সামাজিক দূরত্ববিধি মাথায় রেখে মাদুর পেতে আসন নেন বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষেরা।

ভারতীয় কনসাল জেনারেল রণধীর জয়েসওয়াল বলেন, আমরা বিশ্বের বিভিন্ন স্থানে ইয়োগা উদযাপন করি। কিন্তু টাইমস স্কয়ারে উদযাপন বিশেষ ও অনন্য। টাইমস স্কয়ারের চেয়ে ইয়োগার মতো সর্বজনীন চিন্তা উদযাপনের স্থান আর কী হতে পারে। এটি বিশ্বের চৌরাস্তা।

এবার আন্তর্জাতিক ইয়োগা দিবস নিউ জার্সির লিবার্টি স্টেট পার্কেও উদযাপন করা হয়েছে।