হেঁচকি এবার বন্ধ হবেই!

আর নয় সাতটি বা পাঁচটি টিপস, কাজ হবে একটি বস্তুতেই। ছবিতে যে স্ট্রর মতো বস্তুখানা দেখতে পাচ্ছেন, এটাই নাকি বন্ধ করবে হেঁচকি। আর তা ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন ‘হিকঅ্যাওয়ে’ নামের এ স্ট্রর আবিষ্কারক।

রীতিমতো গবেষণা করে এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষক ড. আলি সেইফি। তার মতে, মস্তিষ্ককে ‘ভুল বুঝিয়ে’ হেঁচকি দূর করবে এটি।

এ স্ট্র কীভাবে কাজ করে সেটার আগে জানা চাই হেঁচকি কেন আসে। ফুসফুসের নিচে ডায়াফ্রাম (মধ্যচ্ছদা) ও ইন্টারকোস্টাল মাংসপেশীর হঠাৎ অনৈচ্ছিক সংকোচনের ফলে হেঁচকি তৈরি হয়। সংকোচনের সময় হঠাৎ কিছু বাতাস ভেতরে প্রবেশ করার ফলে ‘হিক’ শব্দটি তৈরি হয়। এটি মিনিটে কয়েকবার পর্যন্ত হতে পারে। চিকিৎসাশাস্ত্রে এর নাম সিনক্রোনাস ডায়াফ্রাগমাটিক ফ্লাটার বা সিংগুল্টাস।

ডা. সেইফির তৈরি স্ট্র-তে আছে একটি ক্যাপ ও প্রেশার ভালব। একপাশে বড় ছিদ্র ও অন্যপাশের একটি ছোট ছিদ্র। এমনভাবে তৈরি যে, এই স্ট্র দিয়ে কিছু পান করতে চাইলে জোরে টান দিতে হবে। এতে একসঙ্গে দুই কাজ হবে। জোরে টান দেওয়ার কারণে ডায়াফ্রামের ফ্রেনিক নার্ভ ব্যস্ত হয়ে পড়বে সংকোচনের কাজে (জোরে বাতাস টান দিয়ে দেখুন, গলা সংকুচিত হবেই)। অন্যদিকে, পানি গিলতে হবে বলে ব্যস্ত থাকবে ভেগাস নার্ভ। দুটো নার্ভই যখন ব্যস্ত, তখন আর হেঁচকি ওঠাবে কে? এভাবে এক গ্লাস পানি খেলেই বেশ কিছুক্ষণ বন্ধ থাকবে হেঁচকি।

প্রায় আড়াই শ’ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করে দেখা গেলো, হেঁচকি ঠেকাতে এই স্ট্র ৯০ শতাংশ কার্যকর। এ নিয়ে প্রতিবেদনও ছাপা হয়েছে জামা নেটওয়ার্ক নামের একটি অল্টারনেটিভ মেডিসিন জার্নালে।